প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড হল সামান্য বা গুরুতর অসুস্থতা বা আঘাত থেকে ক্ষতিগ্রস্থ যে কোনও ব্যক্তিকে দেওয়া প্রথম এবং তাৎক্ষণিক সহায়তা, জীবন রক্ষায়, অবস্থার অবনতি থেকে বাঁচতে বা দ্রুত আরগ্যের জন্য সরবরাহ করা চিকিৎসা পদ্ধতি।
এ চিকিৎসা প্রদানের জন্য বিশদ ডাক্তারী বিদ্যা জানা প্রয়োজন নেই। যে কোনো সাধারণ মানুষ এটা প্রদান করতে পারেন। তবে এই সম্পর্কে সাধারণ কিছু চিকিৎসা পদ্ধতি জানা বিশেষভাবে দরকার।