ছিন্নভিন্ন ক্ষত (Crush wound)

2
498
crush injury
ছিন্নভিন্ন ক্ষত

 

ক্ষত (Wound)
ক্ষত একধরনের ইনজুরি যা ত্বকে, মাংস পেশি, এমনকি হাড়েও ক্ষত হয়, ফলে ক্ষতস্থান থেকে রক্ত ক্ষরণ হয়, ব্যথা হয়, এমনকি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। সংক্রমনের ফলে মাংসপেশিতে পচন ধরা (Gangrene), টিটেনাস(Tetanus) প্রভৃতি প্রাণঘাতী রোগ হতে পারে। বিভিন্ন কারণে যেমন, আঘাত, এক্সিডেন্ট, সংক্রামক ইত্যাদি শরীরে ক্ষতের সৃষ্টি হয়।

ক্ষতের প্রকারভদ  (Classification):

  • বদ্ধ ক্ষত (Closed wound)
  • খোলা ক্ষত (Open wound)

এছাড়াও

  • বিদ্ধ ক্ষত ও কামড় (Punctured wound & Bites)
  • ছিলে যাওয়া ও ঘর্ষণ জনিত পোড়া (Abrasion & Friction burn)
  • কাটা  যাওয়া ক্ষত (Lacerated wound)
  • ছিন্নভিন্ন ও থেতলে যাওয়া ক্ষত (Crush wound)
  • যুদ্ধাহত ও গুলির ক্ষত (War wound & Gun shot injury)

আজকে আমরা ছিন্নভিন্ন ক্ষত সম্পর্কে জানবো 


ছিন্নভিন্ন
ক্ষত (Crush wound):

সাধারণত রোড এক্সিডেন্ট, হাত-পা মেশিনের ভিতর ঢুকে গেলে এ ধরনের ক্ষত হয়। এতে চামড়া,  টিস্যু, রক্তনালী, স্নায়ু, মাংসপেশি, হাড় সবকিছু ক্ষতিগ্রস্ত হয়।
রক্তনালী ছিড়ে রক্তক্ষরণ এবং থেতলে যাওয়া মাংসপেশির সংক্রমন থেকে রোগীর জীবন বিপন্ন হতে পারে। ঠিকমতন চিকিৎসা না করলে ক্ষতস্থানে পচন ধরতে পারে।

প্রাথমিক চিকিৎসাঃ

  • রোগীর ক্ষত স্থানে প্রচুর পরিমাণে নরমাল স্যালাইন অথবা ঠান্ডা করা ফুটানো পানি, তাও না পেলে টিউব ওয়েলের পানি ঢেলে পরিষ্কার করতে হবে।
  • ক্ষত স্থান ভালো করে পরীক্ষা করতে হবে কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে। রক্ত ক্ষরণ হতে থাকলে Artery Forceps (চিমটা) ধরে বেধে দিতে হবে।
  • ক্ষত স্থান এন্টিসেফটিক (জীবানুনাশক) দ্বারা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে হবে।
  • হাড় ভাঙ্গা থাকলে সোজা বাঁশ/ কাঠের তক্তা (Splint) বেধে দিতে হবে।
  • কোনো অবস্থাতে চামড়া সেলাই করা যাবে না।
  • সম্ভব হলে শিরায় একটা নরমাল স্যালাইন দিতে হবে।

    medicine1
    ঔষধ, টিটেনাস, এন্টিসেপ্টিক
  • ক্ষত স্থানে টিটেনাসের প্রতিষেধক দিতে হবে।
  • ব্যথার জন্য ব্যথা নাশক ঔষধ সেবন করতে হবে।
  • চিকিৎসকের পরামর্শে এন্টিবায়োটিক গ্রহণ করতে হবে।
  • ৯৯৯ এ কল করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here