পায়ু পথে রক্তপাত (Bleeding Per Rectum)
পায়ু পথে রক্তপাত একটা মারাত্বক সমস্যা। এ সময় রোগীরা আতংকিত হয়ে পড়ে। অথচ আতংকিত না হয়ে পরিস্থিতি সামাল দিতে হবে এবং রক্তপাতের কারন নির্ণয় করতে হবে।মনে রাখার বিষয় হচ্ছে এই যে, আমাদের সবার ধারণা , এটা অর্শ রোগ বা পাইলস। কিন্তু অর্শ বা পাইলস ছাড়াও অন্য রোগে এরকম রক্ত বের হতে পারে। বিভিন্ন কারনে পায়ু পথ দিয়ে টাটকা রক্ত বের হতে পারে। যেমন- ব্যথাযুক্ত রক্তপাত ও ব্যথামুক্ত রক্তপাত সম্পর্কে জানলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। সঠিকভাবে চিকিৎসা করলে দ্রুত সুস্থ হওয়া সম্ভব।
ব্যথাযুক্ত রক্তপাত (Painful Bleeding)
- পায়ু ফাটা বা এনাল ফিশার (কোষ্ট কাঠিন্যের জন্য হতে পারে)
- পায়ুতে ক্যান্সার (Anal Cancer)
- পায়ুতে ফোঁড়া ফেটে যাওয়া
- ভগন্দর (Fistula)
- পায়ুতে আঘাত (Injury)
ব্যথামুক্ত রক্তপাত (Painless Bleeding)
- অর্শ (Piles)
- অন্ত্রে ক্যান্সার (Colon Carcinoma)
- আন্ত্রিক পলিপ (Polyp)
- বিভিন্ন আন্ত্রিক টিউমার- ভিলাস, এডেনোমা
- আন্ত্রিক- আলসারেটিভ কোলাইটিস, ক্রেনস ডিজিজ
প্রাথমিক চিকিৎসাঃ
- সবার আগে কারণ খুজে বের করতে হবে কেন পায়ু পথে রক্তপাত হচ্ছে।
- হিপ বাথ অর্থাৎ নিতম্ব গরম পানিতে ডুবিয়ে বসে থাকতে হবে ।
- শক্ত পায়খানার জন্য বা নিয়মিত কোষ্টকাঠিন্যের জন্য পায়ু পথে ফেটে যাওয়া বা এনাল ফিসার (Anal Fissure) হতে পারে। এতে পায়খানার পরে প্রচন্ড ব্যথা হয়। এ ধরনের রোগীরা ২% জাইলোকেইন জেলি পায়ু পথে পায়খানার পূর্বে ও পরে লাগালে আরাম বোধ করবে ।
- দ্রুত কোষ্ট কাঠিন্যের চিকিৎসা করতে হবে।
- শক্ত পাটাতনের উপরে বসা এড়িয়ে চলতে হবে।
- পায়খানা একটু নরম রাখার জন্য শাক-সবজি বেশি করে খেতে হবে।
- অতিরিক্ত রক্তপাত হলে শিরায় নরমাল স্যালাইন দেওয়া যেতে পারে।
পরামর্শঃ
দ্রুত রোগ নির্ণয়ের জন্য রোগীকে একজন মেডিকেল সার্জন বা হাসপাতালে প্রেরণ করতে হবে। কেননা ক্যান্সারের রোগীকে সাধারণত পাইলসের চিকিৎসা দিলে ফলাফল হবে ভয়াবহ।