হার্নিয়া (Strangulated Hernia)
কুচকির গোড়ায় (Inguinal region) চামড়ার নিচের শক্ত পর্দায় ২টি ছিদ্র আছে। এই ছিদ্রদ্বয় দিয়ে শুক্রাশয় থেকে স্পারমাটিক কর্ড বা নালী পেটের অভ্যন্তরে যায়। এই স্পারমাটিক কর্ডে ভাস ডিফারেন্স, রক্তনালী, শিরা ইত্যাদি থাকে। মাংস পেশি দূর্বল থাকলে, দীর্ঘস্থায়ী কাশি থাকলে বা প্রস্রাবের কষ্ট থাকলে পেটের থেকে অন্ত্র বা এর অংশ বিশেষ স্ক্রোটামে বা শুক্রথলিতে চলে আসতে পারে। এ ধরনের অবস্থাকে হার্নিয়া বা একশিরা বলে।
রোগীরা দাঁড়ালে হার্নিয়া স্ক্রোটামে বা পুরুষাঙ্গ থলেতে নেমে আসে ফলে স্ক্রোটাম ফুলে যায়। আবার শুয়ে পড়লে অন্ত্র পেটের মধ্যে ঢুকে গেলে স্ক্রোটাম স্বাভাবিক আকারে ফিরে আসে।
বিভিন্ন কারনে এই হার্নিয়া বা একশিরা স্ক্রটামের মধ্যে আটকে যেতে পারে। ফলে অভ্যন্তরস্থ অন্ত্রের মধ্য দিয়ে খাবার, রস, মল ও গ্যাসের প্রবাহ বা নির্গমণ বন্ধ হয়ে যায়।
লক্ষণঃ
- হার্নিয়ার উপরিভাগে হঠাৎ করে ব্যথা অনুভুত হবে।
- কাশি দিলে ব্যথা লাগবে।
- চাপ দিলে প্রচন্ড ব্যথা হবে।
- জ্বর ও বমি হবে। এছাড়া রোগী নিজেই হার্নিয়া থাকার কথা বলবে।
চিকিৎসাঃ
- মুখে খাবার বন্ধ রাখতে হবে।
- রাইলস টিউব দিয়ে পুষ্টির সাপোর্ট দিতে হবে।
- সম্ভব হলে শিরায় নরমাল স্যালাইন দিতে হবে।
- দেরি না করে দ্রুত ৯৯৯ এ কল করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
- চিকিৎসকের পরামর্শে চিকিৎসা গ্রহণ করতে হবে, প্রয়োজন হলে অপারেশন করতে হবে।
পরামর্শঃ
উপরের লক্ষণ গুলো কোনো রোগীর মধ্যে দেখা দিলে এদিক সেদিক চিকিৎসা না করে সরাসরি মেডিকেল সার্জন অথবা গ্যাস্ট্রো-এন্টারোলজি বা পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন এবং চিকিৎসকের পরামর্শে চিকিৎসা সেবা গ্রহণ করবেন। অথবা জেলা হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবেন। মনে রাখবেন ঝাড় ফু কিংবা কবিরাজি করে অযথা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হবে না।
[…] একশিরা বা হার্নিয়া আটকে গেলে (Strangulated Inguinal … ইত্যাদি […]
informative
keep it up