হেড ইনজুরি বা মাথায় আঘাত

0
642
হেড ইনজুরি
হেড ইনজুরি

 

মাথায় আঘাত (Head Injury)
হেড ইনজুরি বলতে বুঝাই মাথায় কোনো না কোনোভাবে মারাত্বকভাবে আঘাত পাওয়া। প্রায়শই দাঙ্গা-হাঙ্গামার সময় একজন অপরজনের মাথায় আঘাত করে থাকে। এছাড়াও রোড এক্সিডেন্ট, উঁচু স্থান থেকে পড়ে যেয়েও মাথায় আঘাত পেয়ে থাকে। অধিকাংশ রোগীই অজ্ঞান বা অচেতন অবস্থায় থাকে।হাসপাতালে নেবার পর প্রত্যক্ষদর্শীর নিকট থেকে আঘাতের ধরণ, কতক্ষণ অচেতন অবস্থায় আছে, আঘাতের পর বমি করেছে কিনা সে সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। অনেক সময় বমি জামায় লেগে থাকতে পারে। অনেক সময় এ ধরনের রোগী সাময়িক ভালো হয়ে উঠে পুনরায় সম্পূর্ণ কোমায় চলে যেতে পারে।

চিকিৎসক বা উপস্থিত ব্যক্তি পরীক্ষা করে দেখবেন যে, রোগীর পালস বা নাড়ীর গতির অবস্থা কেমন। মাথার বা কপালের হাড় ভেঙ্গে ডেবে গেছে কিনা। রোগী ডাকে সাড়া দেয় কিনা; যদি না দেয় তাহলে ব্যথা দিয়ে দেখতে হবে সাড়া দেয় কিনা। রোগীর নাক মুখ দিয়ে পানির ন্যায় তরল বের হয় কিনা। এরপর চোখ খুলে দেখতে হবে, আলো ফেললে চোখের মনি ছোট হয় কিনা। রোগী শ্বাস ঠিকভাবে নিচ্ছে কিনা দেখা প্রয়োজন।

নিশ্চিত হেড ইনজুরির লক্ষণঃ

  • মাথায় আঘাতের ২৪ ঘন্টার মধ্যে বার বার বমি করবে।

    হেড ইনজুরির লক্ষণ
    হেড ইনজুরির লক্ষণ
  • চেতনা লোপ পাবে।
  • নাক দিয়ে রক্ত ও পানির ন্যায় CSF (সেরেব্রো স্পাইনাল ফ্লুইড) বের হবে।
  • ঘাড় শক্ত হয়ে যাবে।
  • দুই চোখের মনি অসমান হলে, কিংবা আলো ফেললে চোখের মনি সংকুচিত না হলে।

আঘাতের ফলে ব্রেইনের মধ্যে রক্তক্ষরণ হয়ে এই অবস্থার সৃষ্টি হয়।

প্রাথমিক চিকিৎসাঃ
এ ধরনের রোগীকে বেশি নাড়াচড়া না করে দ্রুত জরুরী চিকিৎসার জন্য ৯৯৯ এ কল করে  মেডিকেল কলেজ হাসপাতাল বা সুপার স্পেশালাইজড হাসপাতালে দ্রুত প্রেরণ করতে হবে। শুধু শিরায় ইনফিউশন (স্যালাইন) দিয়ে দিলে হবে। ব্রেইনে জরুরী অপারেশন করতে হতে পারে। তাই সব সময় রক্তদাতা পাশে রাখতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here