বিদ্ধ ক্ষত

1
542
বিদ্ধ ক্ষত
বিদ্ধ ক্ষত ও তার চিকিৎসা


ক্ষত (Wound)

ক্ষত একধরনের ইনজুরি যা ত্বকে, মাংস পেশি, এমনকি হাড়েও ক্ষত হয়, ফলে ক্ষতস্থান থেকে রক্ত ক্ষরণ হয়, ব্যথা হয়, এমনকি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। সংক্রমনের ফলে মাংসপেশিতে পচন ধরা (Gangrene), টিটেনাস(Tetanus) প্রভৃতি প্রাণঘাতী রোগ হতে পারে। বিভিন্ন কারণে যেমন, আঘাত, এক্সিডেন্ট, সংক্রামক ইত্যাদি শরীরে ক্ষতের সৃষ্টি হয়।

ক্ষতের প্রকারভদ  (Classification):

  • বদ্ধ ক্ষত (Closed wound)
  • খোলা ক্ষত (Open wound)

এছাড়াও

আজকে আমরা বিদ্ধ ক্ষত সম্পর্কে জানবো 

বিদ্ধ ক্ষত ও কামড় (Punched wound & Bites)
সুচ, পেরেক, ছুরি, বেয়নেট বা অন্যান্য সুচালো যন্ত্রের আঘাতে বিদ্ধ ক্ষতের সৃষ্টি করে। এ ক্ষত বেশ গভীর হয়। পেটে এ ধরনের ক্ষত হলে সেলাই না করে ফার্স্ট এইড দিয়ে হাসপাতালে পাঠাতে হবে। আর হাতে বা পায়ে হলে বাসায় প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকা যায়। এই সমস্ত যন্ত্রের বা বস্তুর সাথে বিভিন্ন জীবানু ও ময়লা শরীরে প্রবেশ করে সংক্রমণ তৈরি করে। এমকি দাঁতের কামড়ের সাথে মুখের বিভিন্ন জীবানু, কামড় খাওয়া মানুষের শরীরে প্রবেশ করে সংক্রামন (Infection) সৃষ্টি করে।

punched wound
বিদ্ধ ক্ষত

প্রাথমিক চিকিৎসাঃ

  • রক্ত পড়া বন্ধ করতে হবে।
  • ক্ষতের মুখ ভালো করে ধুয়ে দিতে হবে।
  • যদি ২/৩ দিনের পুরানো ক্ষত হয় ও ক্ষতের মুখের পাশে চামড়া লাল হয়ে যায়, তবে কেটে মুখ বড় করে জমে থাকা পুঁজ বের করে দিতে হবে।
  • ক্ষত বড় হলে জীবানু নাশক দিয়ে প্রতিদিন পরিষ্কার করতে হবে বা শুধু নরমাল স্যালাইন দিয়ে ধুয়ে দিতে হবে।
  • ব্যথার জন্য ব্যথা নাশক ঔষধ সেবন করতে হবে।
  • মরিচা জাতীয় কিছু দ্বারা ক্ষত হলে টিটেনাসের প্রতিষেধক দিতে হবে।
  • প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক নিতে হবে।
  • গ্রামের অবৈজ্ঞানিক পদ্ধতি গুলো এড়িয়ে চলতে হবে।
  • যদি কোনো কারনে ক্ষত ভালো না হয়ে পচন ধরার উপক্রম হয় তাহলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here