অন্ত্রের প্রতিবন্ধক (Acute Intestinal Obstruction)
কোনো কারণে অন্ত্রে প্যাঁচ লেগে গেলে বা কৃত্রিম দলা বা টিউমার বা শক্ত পায়খানা বা খাদ্যবস্তু দ্বারা অন্ত্রের অভ্যন্তরের জায়গা বন্ধ হওয়ার ফলে পায়খানা ও বায়ু নির্গমন বাধার সম্মুখীন হয়। এ অবস্থাকে অন্ত্রের প্রতিবন্ধক বা Acute Intestinal Obstruction বলে।
বিভিন্ন কারণে এমন হয়ে থাকেঃ
- হার্নিয়া হলে (Strangulated Hernia)
- আন্ত্রিক টিউমার (Colonic Tumour)
- কৃমির দলা (Bolus of worms)
- শক্ত পায়খানা (Inspissated hard Faeces)
- অপাচ্য খাদ্যবস্তুর দলা (Bolus of incompletely digested food)
- আন্ত্রিক টিবির জন্য নাড়ী চিকিন হয়ে যাওয়া
- অন্ত্র সমূহে প্যাঁচ লেগে গেলে (Volvulus)
- অন্ত্রের এক অংশ অপর অংশে ঢুকে গেলে (Intussusception)
- প্যারালাইটিক আইলিয়াস (paralytic Ileus)
প্রাথমিক চিকিৎসাঃ
- মুখে খাবার বন্ধ রাখতে হবে।
- রাইলস টিউব দিয়ে সাকশন দিতে হবে।
- সম্ভব হলে শিরায় নরমাল স্যালাইন দিতে হবে।
- দেরি না করে দ্রুত ৯৯৯ এ কল করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
- চিকিৎসকের পরামর্শে চিকিৎসা গ্রহণ করতে হবে, প্রয়োজন হলে অপারেশন করতে হবে।
পরামর্শঃ
উপরের লক্ষণ গুলো কোনো রোগীর মধ্যে দেখা দিলে এদিক সেদিক চিকিৎসা না করে সরাসরি গ্যাস্ট্রো-এন্টারোলজি বা পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন এবং চিকিৎসকের পরামর্শে চিকিৎসা সেবা গ্রহণ করবেন। অথবা জেলা হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবেন। আরো উন্নত চিকিৎসার জন্য সুপার স্পেশালাইজড হাসপাতালেও নিতে হতে পারে।
[…] পেটে প্যাচ লেগে গেলে (Intestinal Obstruction) […]