ক্ষত (Wound)
ক্ষত একধরনের ইনজুরি যা ত্বকে, মাংস পেশি, এমনকি হাড়েও ক্ষত হয়, ফলে ক্ষতস্থান থেকে রক্ত ক্ষরণ হয়, ব্যথা হয়, এমনকি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। সংক্রমনের ফলে মাংসপেশিতে পচন ধরা (Gangrene), টিটেনাস(Tetanus) প্রভৃতি প্রাণঘাতী রোগ হতে পারে। বিভিন্ন কারণে যেমন, আঘাত, এক্সিডেন্ট, সংক্রামক ইত্যাদি শরীরে ক্ষতের সৃষ্টি হয়।
ক্ষতের প্রকারভদ (Classification):
- বদ্ধ ক্ষত (Closed wound)
- খোলা ক্ষত (Open wound)
এছাড়াও
- বিদ্ধ ক্ষত ও কামড় (Punctured wound & Bites)
- ছিলে যাওয়া ও ঘর্ষণ জনিত পোড়া (Abrasion & Friction burn)
- কাটা যাওয়ার ক্ষত (Lacerated wound)
- ছিন্নভিন্ন থেতলে যাওয়া ক্ষত (Crush wound)
- যুদ্ধাহত ও গুলির ক্ষত (War wound & Gun shot injury)
আজকে আমরা কাটা যাওয়ার ক্ষত (Lacerated Wound) সম্পর্কে জানবো
কাটা যাওয়ার ক্ষত (Lacerated Wound) :
ধারালো কোনো যন্ত্রের বা ছুরি কাচির আঘাতে এ ধরনের ক্ষত সৃষ্টি হয়। এ ধরনের আঘাতে মারাত্মক ক্ষতি হতে পারে। রক্তনালী কেটে যেয়ে রক্ত ক্ষরণ হতে পারে, রগ কেটে যেতে পারে ইত্যাদি। রক্তনালী কাটা গেলে, চামড়া অনেক বেশি কাটা গেলে দেরি না করে দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে।
প্রাথমিক চিকিৎসাঃ
- ক্ষতস্থান পানি দিয়ে ধুয়ে পরীক্ষা করতে হবে।
- আঙ্গুল নেড়ে ভালো করে পরীক্ষা করতে হবে যে, রগ (Tendon) কেটেছে কিনা। রগ কাটা থাকলে বা সন্দেহ হলে, ক্ষত স্থান পরিষ্কার করে ড্রেসিং করে দিয়ে ব্যান্ডেজ করে, হাসপাতালে প্রেরন করতে হবে।কোনো ক্রমেই চামড়া সেলাই (Stitching) করে দেবেন না।
ড্রেসিং করার নিয়মঃ
ক্ষত স্থান জীবানুনাশক দ্বারা পরিষ্কার করার পর মরা মাংসপেশি (যে গুলো কাটলে রক্ত বের হয় না, কালচে রং হয়ে গেছে, সংকোচন হয় না) কেটে ফেলতে হবে। চামড়ার ধারালো অংশ গুলো কেটে দিতে হবে। রোগী যদি এক্সিডেন্ট বা কেটে যাওয়ার ৮ ঘন্টার পূর্বে আসে তবে পরিষ্কার ক্ষতর চামড়া সেলাই করে দেয়া যাবে। যদি ৮ ঘন্টার পরে আসে অথবা ক্ষততে অতিরিক্ত ময়লা, মাটি লেগে থাকে তাহলে চামড়া সেলাই করা যাবে না। এক্ষেত্রে পরপর ৪/৫ দিন ড্রেসিং করার পর ক্ষত স্থান লাল হয়ে ভরে আসলে চামড়া সেলাই করা যাবে (Delayed Stitching). - ব্যথার জন্য ব্যথা নাশক ঔষধ সেবন করতে হবে।
- চিকিৎসকের পরামর্শে এন্টিবায়োটিক নিতে হবে এবং ডোজ সম্পন্ন করতে হবে।
- টিটেনাসের প্রতিষেধক নিতে হবে।
- মনে রাখবেন রক্তনালী কাটা গেলে,চামড়া অনেক বেশি কাটা গেলে দেরি না করে দ্রুত ৯৯৯ এ কল করে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে।
[…] কাটা যাওয়া ক্ষত (Lacerated wound) […]
[…] প্রয়োজনে ড্রেসিং করতে হবে। […]
[…] কাটা যাওয়ার ক্ষত (Lacerated wound) […]
[…] কাটা যাওয়ার ক্ষত (Lacerated wound) […]