পোড়া (Burn)

0
516
burn-health info GM
পোড়ার প্রাথমিক চিকিৎসা

 

পোড়া (Burn)
পোড়া (Burn) এক ধরনের ইনজুরি যা চামড়া ও শরীরের অন্যান্য অংশে হয়ে থাকে। এটা খুবই কমন বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। কারণ শিশুরা না বুঝে বিভিন্ন জিনিসে হাত দিয়ে দেয় যেমন- গরম চুলা, গরম পাতিল, গরম পানি, হিটার, ইস্ত্রি ইত্যাদি ফলে শরীরের চামড়া ও মাংসপেশি পুড়ে যেতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে গরম তরল দিয়ে চামড়া পুড়ে যায়।
আমদের সকলের বাড়িতে কম বেশ এরকম সমস্যা হয়ে হাকে।এবং এমন সমস্যার সম্মুখীন হলে প্রাথমিক ভাবে কি কি পদক্ষেপ নিবো বা চিকিৎসা করবো তাও জানা উচিৎ। মনে রাখবেন প্রাথমিক চিকিৎসা করতে হলে বিশদ ডাক্তারি জানার প্রয়োজন নেই।

পোড়া অংশ নির্ণয়ঃ
রোগী আসলে প্রথমেই তার শরীরের কত অংশ পুড়েছে সেটা নির্ণয় করতে হবে। শরীরের কত অংশ পুড়েছে তা নির্ণয় করার জন্য রুল অব নাইন (বড়দের জন্য) ও রুল অব সেভেন (ছোটদের জন্য) অনুসরণ করা হয়।

শরীরের অংশ বড়দের জন্য ছোটদের জন্য
সম্পূর্ণ মুখমন্ডল (সামনে ও পিছনে) ৯% ২৮% (৪×৭)
দুই হাত ১৮% (২×৯) ১৪% (২×৭)
বুক, পিঠের উপরের অংশ ১৮% (২×৯) ১৪% (২×৭)
পেট এবং পিঠের নিচের অংশ ১৮% (২×৯) ১৪% (২×৭)
যৌনাঙ্গ ১% ২%
দুই উরু ১৮% (২×৯) ১৪% (২×৭)
দুই পা ১৮% (২×৯) ১৪% (২×৭)
১০০% ১০০%

সাধারণত এই নিয়ম প্রযোজ্য হয় যখন শরীরের অনেক অংশ পড়ে যায় তখন। কিন্তু অল্প পুড়ে গেলে আমরা এই নিয়ম চিন্তা করি না। তখন ক্ষত কতটা গভীর তার হিসাব করা হয়ে থাকে।

বার্ণ
বার্ণে প্রকারবেদ

– অগভীর (১ ডিগ্রি বার্ণ)
– গভীর (২ ডিগ্রী বার্ণ)
– অতি গভীর (৩ ডিগ্রি বার্ণ)

অল্প গভীর পোড়ায় ব্যথা বেশি হয়। পোড়া গভীর বেশি হলে ব্যথা হয় না বললেই চলে।

প্রাথমিক চিকিৎসাঃ
বড়দের ক্ষেত্রে ১৫% ও ছোটদের ক্ষেত্রে ১০% এর কম পোড়া হলে, রোগীকে বাড়িতে রেখেই চিকিৎসা করা যায়। তবে মুখ পুড়ে গেলে অবশ্যই হাসপাতালে প্রেরণ করতে হবে।

  • দগ্ধ স্থান থেকে ব্যক্তিকে সরিয়ে ফেলুন।
  • পোড়া স্থানে প্রচুর পানি ঢালতে হবে প্রায় ১৫ মিনিট।
  • পোড়া স্থানে বরফ লাগাতে হবে।
  • পোড়া স্থানের ময়লা পরিষ্কার করতে হবে।
  • কোনো প্রকার অলংকার থাকলে তা সতর্কতার সহিত খুলে ফেলুন। অলংকার থাকলে তা চামড়ায় লেগে চামড়া উঠে গিয়ে সংক্রমণের সম্ভাবনা থাকবে।
  • ফোসকা পড়লে তা ফাটানোর চেষ্টা করবেন না।
  • শরীরের সাথে পুড়ে যাওয়া কাপড় তোলার চেষ্টা করবেন না।
  • পোড়ার মলম সমস্ত পোড়া অংশে লেপে দিতে হবে, দৈনিক কমপক্ষে একবার।
  • সম্ভব হলে শিরায় প্রথম দিন ১-২ লি. নরমাল স্যালাইন দেয়া যেতে পারে (অনেক বেশি পুড়ে গেলে)।
  • ব্যথার জন্য ব্যথার ওষুধ খেতে হবে।
  • কোনোভাবেই শরীরের অত্যধিক পুড়ে যাওয়া অংশে পানি লাগাবেন না। এতে শরীর তাপমাত্রা হারাবে (হাইপোথারমিয়া) বা ব্লাড-প্রেশার কমে গিয়ে রোগী শকে চলে যাবে। [শকের চিকিৎসা..ক্লিক করুন] 
  •  শরীরের পোড়া অংশ উপরে তোলে (রোগীর হৃৎপিণ্ডের উচ্চতায়) রাখতে হবে।
  • জীবানু থাকার আশংকা করলে জীবানু প্রতিকারের জন্য জীবাণু নাশক ওষুধ খেতে হবে।
  • প্রচুর পানি, আমিষ জাতীয় খাবার, ভিটামিন-সি যুক্ত ফল খেতে হবে।

    ৯৯৯ এ কল করুন
    ৯৯৯ এ কল করুন

মনে রাখতে হবে, ইলেকট্রনিক কারেন্ট, এসিডে পোড়া রোগীকে এবং ১৫% এর বেশী আগুনে পোড়া রোগীকে হাসপাতালে প্রেরণ করতে হবে। প্রয়োজনে ৯৯৯ এ কল করে সাহায্য নিতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here