ক্যাথেটারঃ
ক্যাথেটার হচ্ছে নরম ফাঁপা টিউব যা মূত্রথলি থেকে মূত্র বের করতে সহায্য করে। আর ক্যাথেটারাইজেশন হলো ক্যাথেটারকে মূত্রথলিতে প্রবেশ করানোর পদ্ধতি। ১৯৩৭ সালে ডাঃ ফলি ক্যাথেটার আবিষ্কার করেন।
ক্যাথেটারের ধরনঃ ক্যাথেটার সাধারণত ৩ ধরনের হয়ে থাকে যথা-
- ফলি ক্যাথেটার (Indwelling or Suprapubic Catheter)
- কনডম ক্যাথেটার (External Catheter)
- শর্ট টার্ম (Intermittent Catheter)
এদের মধ্যে ফলি ক্যাথেটারটা সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে আর বাকি গুলো ক্ষেত্র বিশেষে হয়ে থাকে। তাই আমরা ফলি ক্যাথেটার লাগানোর পদ্ধতি সম্পর্কে জানবো।
কারনঃ
- কোনো কারনে মূত্রনালী ব্লক হয়ে গেলে
- প্রস্টেটের সার্জারি হলে
- স্পানাল কর্ড ইনজুরি হলে
- মূত্র থলির নার্ভ আঘাত প্রাপ্ত হলে
- ডিমেনশিয়া হলে
- স্পাইনা বাইফিডা হলে
- প্রস্রাব আটকে গেলে (Retention of urine)
- অনিয়ন্ত্রিতভাবে প্রস্রাব ঝরতে থাকলে
ক্যাথেটার লাগানোর পদ্ধতি (Catheterisation)
ক্যাথেটার খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল ডিভাইস। তবে ক্যাথেটার মূত্রথলিতে লাগানোর সঠিক পদ্ধতি না জানলে দূর্ঘটনা ঘটে যেতে পারে। নিচের নিয়ম গুলো অনুসরণ করে সহজে ক্যাথেটার লাগানো যায়।
- প্রথমে ক্যাথেটারকে জীবানুমুক্ত করতে হবে। রাবার (প্লেইন) ক্যাথেটার ১০ মিনিট ফুটন্ত পানিতে ফুটিয়ে মোটামুটি জীবানুমুক্ত করা যায়। ফলিস ক্যাথেটার জীবানুমুক্ত অবস্থায় প্যাক করা থাকে। তাই এটা ফুটানোর দরকার নেই। হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।
- প্রথমে একটি গজ বাম হাতে নিয়ে বাম হাত দিয়ে পুরুষাঙ্গ ধরেবেন
- পুরুষাঙ্গের মাথায় ছিদ্রটিতে 2% Xylocaine Jelly যথেষ্ট পরিমানে ঢোকাবেন। এ অবস্থায় ৫ মিনিট চেপে ধরে রাখবেন। ক্যাথেটার কেও Xylocaine Jelly দিয়ে পিচ্ছিল করে নিতে হবে।
- আস্তে আস্তে ক্যাথেটারের মাথা পুরুষাঙ্গের ছিদ্রে (মূত্রনালীতে) প্রবেশ করিয়ে, ডান হাতের আঙ্গুল বা আর্টারী ফরসেফ দিয়ে চাপ দিতে হবে। কোথাও আটকে গেলে জোর জবরদস্তি না করে, দৃঢ়ভাবে চেপে ধরে রাখলেই চলবে।
- মহিলাদের ক্ষেত্রে ক্যাথেটার প্রবেশ করানো অপেক্ষাকৃত সহজ। জীবানুমুক্ত ক্যাথেটারে 2% Xylocaine Jelly মাখিয়ে বাম হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে ল্যাবিয়া মেজরা দুইটি ফাক করে ধরতে হবে। এবারে মূত্রনালীর ছিদ্রপথটি দেখে নিয়ে তাতে সহজেই ক্যাথেটার প্রবেশ করানো যাবে। না দেখে আন্দাজে ক্যাথেটার দিলে বেশির ভাগ ক্ষেত্রেই ক্যাথেটার যোনীপথে চলে যায়।
- যখন ক্যাথেটার দিয়ে প্রস্রাব বের হয়ে আসবে, তখন বুঝা যাবে যে, ক্যাথেটার মূত্রনালিতে প্রবেশ করেছে।
- ফলিস ক্যাথেটার এর ক্ষেত্রে সাইডের চ্যানেলটি দিয়ে ১০-২০ সি সি ডিষ্টিল ওয়াটার (বাতাস বা স্যালাইন নয়) প্রবেশ করিয়ে দিলে ক্যাথেটারটি মুত্রথলিতে আটকে থাকবে।
এরপরেও কোনো কিছুতেই যদি কোনো সমধান না হয় তাহলে খুব দ্রুত ৯৯৯ এ কল করে হাসপাতালে প্রেরণ করতে হবে।
[…] ছাড়া অন্য সকল রোগীকে মূত্রনালী দিয়ে ক্যাথেটার (Catheter) ঢুকিয়ে, মূত্র বের করে দিতে হবে। […]