নাকে কিছু আটকে গেলে

0
332
নাক
নাকে কিছু আটকে গেলে

 

নাকে বস্তু আটকে যাওয়া (Foreign Body in the Nose)
নাক আমাদের শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। এই নাক একই সঙ্গে আমাদেরকে ঘ্রাণ এবং শ্বাস-প্রশ্বাস নিতে সহায়তা করে। এই নাক এতটাই সেনসেটিভ যে অল্প আঘাতে নাক থেকে রক্ত পড়তে থাকে। তাই নাক সবসময় রক্ষা করে চলতে হয়। [নাক দিয়ে রক্ত পড়লে কি করবেন.. ক্লিক করুন] 
নাকের শুরুতে ২টা ছিদ্র আছে এবং তা ঠোঁটের খুব কাছে থাকায় বাচ্চারা বেখেয়ালে নাকের ভিতরে বোতাম, বিচি, বুট, কাগজ, রাবার ইত্যাদি ঢুকিয়ে দেয়। অনেক সময় পোকা মাকড়ও আটকে যেতে পারে ফলে শ্বাস-প্রশ্বাসের ব্যাঘাত ঘটে। অনেক ক্ষেত্রে না বুঝে উল্টো জোরে শ্বাস নিলে আটকে থাকা বস্তু ফুসফুসে চলে গিয়ে জটিল সমস্যার সৃষ্টি হতে পারে।

লক্ষণঃ

  • নাকের একপাশ বন্ধ হয়ে থাকবে।
  • শ্বাস-প্রশ্বাসের ব্যাঘাত ঘটে।
  • নাকে ব্যাথা হবে।
  • নাক চুলকাবে।
  • অস্বস্থি অনূভব হব।
  • শিশু হলে সারাক্ষণ কান্না করতে পারে।
  • অনেক ক্ষেত্রে নাকে ইনফেকশন হয়ে এক নাক দিয়ে দূর্গন্ধ যুক্ত পদার্থ বের হতে পারে।

প্রাথমিক চিকিৎসাঃ

  • সাধারণত পয়সা, বোতাম, কাগজ, কাপড়, ইত্যাদি নাকের চিমটা (Nasal forceps) দিয়ে বের করা যায়।
  • গোলাকার দ্রব্য যা চিমটা দিয়ে ধরে বের করা যায় না, সেগুলোকে হুক (Nasal hook) দিয়ে বের করা যায়।
    বের করার পদ্ধতিঃ প্রথমে হুক নাকের উপরি ভাগের (Roof) এলাকা দিয়ে প্রবেশ করিয়ে আটকানো বস্তুর পছনে নিতে হবে। এরপর হুকের মাথা ঘুরিয়ে হুকের এংগেল বস্তুর পিছনে ফিট করে বস্তুটি বের করে আনা যায়।

বাচ্চাদের ক্ষেত্রে নাকের ভিতর থেকে কিছু বের করতে হলে চিকিৎসকের একজন সহকারী প্রয়োজন পড়ে।  সহকারী বাচ্চার মাথাকে একটু শক্ত করে ধরে রাখবে যাতে মাথা সোজা থাকে। তবে খেয়াল রাখতে হবে বাচ্চা যেন ভয় না পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here