চোখে কণা আটকে যাওয়া (Foreign Body in the Eye)
চোখ আমাদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ।বলা হয়ে থাকে চোখ অমূল্য রতন। সত্যি চোখ অমূল্য সম্পদ। এই চোখ দিয়ে আমরা সুন্দর পৃথিবী দেখি। আপনজনদের কে দেখি। কিন্তু যদি এই অমূল্য সম্পদ সামান্য ধূলাবালি বা কণা পড়ে ক্ষতিগ্রস্থ হয়, তবে তা হবে খুবই মর্মান্তিক। তাই চোখের ব্যপারে সর্বদা সাবধান থাকতে হবে।
যে কোনো সময়ে ধুলাবালুর সাথে বা দুর্ঘটনার ফলে চোখে কণা বা ময়লা আটকে যেতে পারে। বেশির ভাগ কণাই চোখের বহিঃভাগে অর্থাৎ কর্ণিয়াতে থাকে যার কারণে আমরা আটকে যাওয়া বস্তু দেখতে পাই। তবে যদি কণা এর চেয়ে ভিতরে প্রবেশ করে তাহলে কোনো চেষ্টা না করে একজন চক্ষু বিশেষজ্ঞের নিকট প্রেরণ করতে হবে।
লক্ষণঃ
- ময়লা চোখে আটকে থাকবে
- চোখ ব্যথা করবে
- চোখ খসখস করবে
- চোখ থেকে পানি বের হবে ইত্যাদি
প্রাথমিক চিকিৎসাঃ
- রোগীকে চোখ ঢলতে বারণ করতে হবে।
- চোখের বহিঃভাগ ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দিতে হবে।
- উজ্জ্বল দিনের আলোয় বা লাইট দিয়ে কোনো ময়লা আছে কিনা তা দেখতে হবে।
- কোনো ময়লা না পেলে উপরের ও নিচের চোখের পাতা উল্টে দেখতে হবে।
- ময়লা দেখা গেলে সেটা জীবানুমুক্ত কোনো কিছু দিয়ে বের করতে হবে।
- বের করার পূর্বে এবং পরে ব্যথানাশক ড্রপ দেয়া ভালো।
তবে কর্ণিয়া কেটে গেলে বা রক্তপাত হলে রোগীকে চক্ষু বিশেষজ্ঞের নিকট প্রেরন করতে হবে।