বুকের এক পার্শ্বে প্রচন্ড ব্যথা এবং ক্রমাগত শ্বাসকষ্ট বৃদ্ধি

0
421

 

বুকের এক পার্শ্বে প্রচন্ড ব্যথা এবং ক্রমাগত শ্বাসকষ্ট বৃদ্ধি এটাকে মেডিকেল পরিভাষায় বলে টেনশন নিউমোথোরাক্স (Tension Pneumothorax)। এসময়ে রোগীর প্রচন্ড শ্বাসকষ্ট হবে যা প্রতিবার শ্বাস নেবার সাথে সাথে বাড়বে।

লক্ষণ


  • মুখ, জিহ্বা নীল হয়ে যাবে।
  • বুকের মধ্যে ব্যথা হবে।
  • হাত দিয়ে বুকে পারকাশন করলে জোরে শব্দ শোনা যাবে।
  • স্টোথোসকোপ বুকে লাগালে, আক্রান্ত দিকে শ্বাসের শব্দ শোনা যাবেনা। 

প্রাথমিক চিকিৎসাঃ


জরুরীভাবে এই রোগীকে হাসপাতালে নেবার পূর্বেই রাস্তায় বা মাঠে বা বাসগৃহে চিকিৎসা শুরু করতে হবে নইলে রোগীর জীবন বিপদাপন্ন হবে। বড় মোটা একটা ফাঁপা সুঁই (যেমন- ব্লাড সেটের সুই) রোগীর বুকের বোটার পাশ ঘেষে ৩য় রিব (বুকের হাড়) উপরে দিয়ে প্রবেশ করিয়ে দিতে হবে (Needle Thoracotomy) । হিসহিস শব্দ করে সুঁই দিয়ে বাতাস বের হবে। রোগী আরাম বোধ করবে, শ্বাস কষ্ট কমে আসবে এবং রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। এই রোগীকে এক্সরে করে বুকে টিউব(water seal intercostal drai) ঢুকিয়ে বাতাস বের করে দিতে হবে। এক্সিডেন্ট বা আঘাত প্রাপ্ত রোগীদের বুকের ভেতরে রক্তও জমা হতে পারে যা টিউব দিয়ে বের হয়ে আসে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here