সড়ক দুর্ঘটনা (Road traffic accident)

0
650
road traffic accident primary treatment
সড়ক দূর্ঘটনা

প্রতিনিয়তই বিভিন্ন ভাবে সড়ক দুর্ঘটনার ফলে শত শত লোক আহত ও নিহত হচ্ছে। এদের মধ্যে এক বিরাট অংশ মানুষ দ্রুত সঠিক চিকিৎসা না পাওয়ার জন্য মৃত্যু বরন করে। কিন্তু এ ধরনের রোগীদের যদি দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে প্রেরণ করা হয় তাহলে মৃত্যুর হার অনেক কমে যাবে। সড়ক দুর্ঘটনায় আহত রোগীরা নিম্নের সমস্যাগুলোর সম্মখীন হয়। 

  • শ্বাস বন্ধ হয়ে আসা 
  • রক্তপাত হওয়া
  • হাড় ভেঙ্গে যাওয়া
  • মাথায় আঘাত পাওয়া
  • মাংশ পেশি থেতলে যাওয়া
  • পেটের অভ্যন্তরীন অঙ্গ বিনিষ্ট হওয়া
  • রোগী শকে চলে যাওয়া ইত্যাদি মারাত্মক সমস্যা হয়ে থাকে ইত্যাদি

সড়ক দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসাঃ


  • আহত ব্যক্তি যদি গাড়ি বা রাস্তার মধ্যে থাকে তাহলে সেখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে আনা।
  • আহত ব্যক্তিকে টানা হেঁচড়া করা যাবে না।
  • আহত ব্যক্তির শ্বাস কষ্ট হলে শ্বাস কষ্টের কারণ খুঁজে সহজভাবে শ্বাস নেওয়ার ব্যবস্থা করা।
  • রক্তপাত হতে থাকলে প্রেসার ব্যান্ডেজ/ পরিষ্কার কাপড় দিয়ে রক্তপাতের স্থান আবৃত করা।
  • সুযোগ থাকলে টিটেনাসের প্রতিষেধক, ব্যাথা নাশক, শিরায় হার্টম্যান’স সল্যুশন দেয়া।
  •  সুষ্ঠভাবে রোগীকে দ্রুত হাসপাতালে প্রেরণের জন্য ৯৯৯ কল করা।

এভাবে সড়ক দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা নিলে জীবন বাচাতে সক্ষম হবেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here