Elbow Bursitis / কনুই বার্সাইটিস

0
483

এলবো মানে কনুই আর বার্সা মানে তরল ভর্তি থলি যা জয়েন্টের আশে পাশে থাকে বা ঘর্ষ থলি কোষ। বার্সাইটিস মানে ঘর্ষ থলি কোষে প্রদাহ।

বার্সা শরীরের বিভিন্ন জায়গায় থাকে যেমন- এলবো বার্সা, অ্যাকিলিস বার্সা, ইলিয়াক বার্সা, মিউকস বার্সা, স্যাক্রাল বার্সা ইত্যাদি। যদি কোনো কারনে এই বার্সাগুলোর ক্ষতিগ্রস্থ বা প্রদাহ হয় তখন তাকে বার্সাইটিস বলে। এদের মধ্যে এলবো বার্সা অন্যতম।

সাধারণত এলবো বার্সাটি এলবোর কুশন হিসাবে কাজ করে থাকে।  এলবো বার্সাইটিস হয়ে থাকে যখন কোনো কারনে বার্সাটির ক্ষতিগ্রস্থ বা প্রদাহ হয়ে থাকে যেমন- চাপ জনিত কারণে, আঘাত জনিত কারণে, বার বার ঘর্ষণের ফলে ।

এলবো বার্সাইটিসকে ওলিক্রেনোন বার্সাইটিস ও বলা হয়ে থাকে।

কনুই বার্সাইটিস এর কারণঃ

  • চাপ জনিত কারণ (যেমন- কম্পিউটারের কিবোর্ড টাইপিং করার সময়, কনুইয়ের উপর চাপ দিয়ে দীর্ঘক্ষণ লেখা)
  • সরাসরি আঘাত (যেমন- পড়ার সময় কনুইয়ের মাথায় আঘাত পাওয়া)
  • কনুইয়ের অপারেশন বা প্রতিস্থাপন
  • সংক্রমণ

এলবো বার্সাইটিস এর লক্ষণ উপসর্গঃ

এলবো বার্সাইটিস হলে সাধারণত-

  • কনুইয়ের পিছনের মাথা ফোলে যাবে।
  • কনুইয়ের মাথায় লালছে ভাব থাকবে।
  • যখন আঙ্গুল দিয়ে কনুইয়ের মাথায় চাপ দিবে তখন ব্যথা অনুভব করবে।
  • বাহু দিয়ে কোনো ডেস্ক বা টেবিলের প্রান্তে হাত রাখলে ব্যথা অনুভব করবে।
  • এলবো জয়েন্ট আটকে যাবে এবং তা বাঁজ করতে কষ্ট কষ্ট হবে।

এলবো বার্সাইটিস এর ডায়াগনোসিসঃ

আপনার চিকিৎসক আপনার রোগ বৃত্তান্ত শুনবেন এবং আপনার স্বাস্থ্যের মূল্যায়ন করার জন্য কিছু প্রশ্ন করবেন যেমন-

  • আপনি কখন ফোলা এবং ব্যথা লক্ষ্য করেছেন?
  • আপনি কি কোনও পুনরাবৃত্তিমূলক কাজকর্মকরেন?
  • আপনি কি কনুইতে সরাসরি আঘাত পেয়েছেন?
  • বাহু দিয়ে কোনো ডেস্ক বা টেবিলের প্রান্তে হাত রাখে দীর্ঘ সময় ঝুঁকে বসে থাকেন কি?

এছাড়াও চিকিৎসক এলবো বার্সাইটিস ডায়াগনোসিস করার জন্য কিছু বিশেষ শারীরিক পরীক্ষা করবেন।

যেসকল রোগের সাথে এলবো বার্সাইটিসের লক্ষণ মিলে যায় ঐ সকল রোগের সাথে তুলনা করে সঠিক ডায়াগনোসিস করার জন্য চিকিৎসক আরো কিছু টেস্ট দিতে পারেন যেমন এক্স-রে, রক্ত পরীক্ষা ইত্যাদি।

এলবো বার্সাইটিস এর চিকিৎসাঃ

এলবো বার্সাইটিসের সমস্যা দেখা দিলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন।

সাধারণত চিকিৎসক রোগীকে এলবো রেস্ট, যে কোনো আঘাত থেকে কনুইকে রক্ষা করা ও দীর্ঘক্ষণ যেন এলবো চাপে পড়ে না থাকে সে দিকে লক্ষ্য রাখতে বলবেন। সঠিক চিকিৎসার মাধ্যমে কয়েক সপ্তাহের মধ্যে রোগী সৃষ্টি কর্তার দয়ায় সুস্থ হয়ে উঠেন। কিছু কিছু রোগীর ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে।

এলবো বার্সাইটিস এর পরামর্শঃ

বার্সাইটিস সমস্যায় একজন অর্থোপেডিক্স চিকিৎসকের পাশাপাশি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। উনাদের অন্ডারে চিকিৎসা করলে দ্রুত সুস্থতা লাভ করবেন। উনারা আপনাকে রেস্ট, ঔষধ, থেরাপিউটিক এক্সারসাইজ সহ নানা চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা দিয়ে থাকবেন। ফলে রোগীর অপারেশনের প্রয়োজন নাও পড়তে পারে এবং বার বার এই সমস্যা হওয়ার সম্ভাবনাও কমে যাবে। ইনশা আল্লাহ।

তারপরেও যদি অপারেশন লাগে তা হলে একজন অর্থোপেডিক্স সার্জনের পরামর্শ নিবেন এবং অপারেশনের পরে অবশ্যই পোষ্ট অপারেটিভ ফিজিওথেরাপি গ্রহণ করবেন একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিষ্টের কাছ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here